চবি প্রতিনিধি :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের পরিবেশনায় আসছে “আওয়াজ” সিনেমা। আগামী রোববার (৯ জুন) সকাল সাড়ে ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সিনেমাটি প্রদর্শিত হবে। এই সিনেমাটি আটটি বিভিন্ন সময়ে প্রর্দশন করানো হবে।
৮টি ভিন্ন ভিন্ন হাউজে এই “আওয়াজ” সিনেমাটি প্রদর্শিত হবে। হাউজগুলো হলো, সত্যজিৎ রায় হাউজ সকাল (১০:৩০-১১:১৫) , মৃণাল সেন হাউজ (১১:৩০-১২:১৫) , স্টেভেন স্পিলবার্গ হাউজ (১২:৩০-১:১৫) , ডেভিড ফিঞ্চার হাউজ (১:৩০-২:১৫), রায়হান রাফি হাউজ (২:৩০-৩:১৫) , মার্টিন স্কর্সিই হাউজ (৩:৩০-৪:১৫) , ঋত্বিক ঘটক হাউজ (৪:৩০-৫:১৫) , এবং সর্বশেষ ঋতুপর্ণ ঘোষ হাউজ বিকেল (৫:৩০-৬:১৫) পর্যন্ত।
উল্লেখ্য, "আওয়াজ" সিনেমাটি প্রদর্শক হিসেবে রয়েছে “ভাউলিপনা প্রোডাকশন” এবং “ইসতিয়াক আহমেদ প্রজেক্ট”।
সিনেমার ব্র্যান্ড পার্টনার হিসেবে রয়েছে “পঞ্চরং” এবং “ফিল্মিশ”, প্রমোশনাল পার্টনার চবি ঝুপড়ি”, প্রমোশনাল এবং লজিস্টিক পার্টনার “Young Economics Society- YES”, মিডিয়া পার্টনার “Cplustv”, “দৈনিক গণকণ্ঠ” এবং “নিউজ ২৪”।
এমআই